ডানা ভাঙ্গা পাখির কথা ৮ তুমি নিজের মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে |.
ডানা ভাঙ্গা পাখির কথা ৮ তুমি নিজের মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে | ছেলের জন্য ব্যাট বল কিনে নিয়ে পৌঁছাতে একটু দেরী হয়ে গেল । আচ্ছা ঐ তো স্নিগ্ধা আর শৌনক বসে আছে l খুব কনফিউজ লাগছে এতদিন পরে আবার হঠাৎ কি ঝড় উঠবে আমাদের সম্পর্কে. সিগ্ধা তো সেই আগের মতোই রয়ে গেছে । ... মা ওই দেখো বাবা আসছে ....দেখেছি তুমি একটু চুপটি করে বসো ! .. সরি সিগ্ধা আমার আসতে একটু দেরি হয়ে গেল আসলে মলে গিয়ে আমার সোনা বাবার জন্য একটা গিফট কেনার ছিল । কেমন আছে আমার সোনা বাবা ? নটি ? ও বাবা আমার সোনা বাবার তো মুখ ফুলে গেছে দেখছি ? ওলে বাবা এবার আমি খুব ভয় পাচ্ছি !! ...নটি বাবা- - কেন সোনা? - তুমি কেন আসো না আমার কাছে?মা বলে তুমি আমাকে একদম ভালোবাসো না ! কথা শুনে থমকাকে যায় বিতান।ভেতরে ভেতরে রেগে যায় স্নিগ্ধার ওপর।স্নিগ্ধার চোখেমুখে অস্বস্তি। ... আমি তোকে কখন বললাম বাবা তোকে ভালোবাসে না । শৌনক চুপ করে যায় । ছেলের মুখের দিকে তাকিয়ে সবটাই বুজতে পারে বিতান খুব খারাপ লাগে , এই একপেশে অন্ধ আইন, সমাজ, সিগ্ধার দাম...